বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৫

lyric of কেন? by Saad Shahriar

কেন?

এখনো কি আমায় ভেবে তোমার মাঝে ব্রস্টি ঝরে, এখনো কি রাত জাগো উশ্নতার প্রতীস্রুতে?
তোমার মাঝে আমি এখনো বেচে আছি কেন? পারোনা কেন ভুলে জেতে, এখনোকি রাত জেগে উশ্নতার প্রতীস্রুতে!

গারিতে উঠবার সময় এক্টু খানি মুখ ফিরিয়ে সে আমাকে তার শেষ চাওয়া মিটিয়ে দিয়ে গেছে। এই সংসারে ওই টুকু কেই আমি রাখি কোথায়? দন্ড পর মুহুরতে পা ফেলবেনা এমন একটি জায়গা আমি পাই কোথায়? মেঘের সকল সোনালি রং যে সন্ধায় মিলিয়ে জায়, এই চাওনি কি সেই সন্ধায় মিলিয়ে জাবে? নাগ কিশোরের সকল সোনালি রেনু যেই ব্রস্টিতে ধুয়ে জায়, এই চাওনি কি সেই ব্রস্টিতে ধুয়ে জাবে?
সংসারের হাজার জিনসের মাঝখানে ছরিয়ে রাখলে এ থাকবে কেন?
হাজার কথার আবর্জনায়, হাজার বেদনার স্তূপে। তার এই একটা ছোট দান আমারি হাতে এসে পরেছে, আমি একে রখবো গানে গেথে ছন্দে বেধে, আমি একে রাখবো সুন্দরজের আমলানোতে। প্রথীবিতে রাজার ধনী, প্রতাপ ঐশ্বর্য হয়েছে কেবল মরবারি জন্নে কিন্তূ চোখেরর জলে কি সেই অম্রিত নেই যা কিনা এই এক নিমিশের চাওনিকে চিরকাল বাচিয়ে রাখতে পারে? গানের সুর বল্লো আমাকে দাও, আমি রাজার প্রতাপকে স্পর্শ করে নেই, ধনীর ঐশ্বর্য কেরে নেই কিন্তু ওই ছোট জিনিসি গুলই আমার চিরদিনের ধন, ফুল গুলো দিয়েই আমি অসিমের গলার হার বুনি।

এখনো কি আমায় ভেবে তোমার মাঝে ব্রস্টি ঝরে, এখনো কি রাত জাগো উশ্নতার প্রতীস্রুতি?
তোমার মাঝে আমি এখনো বেচে আছি কেন? পারোনা কেন ভুলে জেতে, এখনো রাত জেগে উশ্নতার প্রতীস্রুতি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন